Song : Kawthar Kawtha

Movie: Rawkto Rawhoshyo
Singer: Iman Chakraborty
Music: Nabarun Bose
Lyrics: Soukarya Ghosal


কথার কথা লিরিক্স - Kawthar Kawtha Lyrics by Iman Chakraborty :


কথার কথা নাই বলা হোক
কথার কথা নাই বলা হোক,
কথার ওজন বড্ড বেশি
কথার ওজন বড্ড বেশি,
কথার ভারেই ভিজছে চোখ
কথার কথা নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।

মন সারাতে গিয়ে
রোজ ভোগে কেউ আমির জ্বরে, 
অপমান জমিয়ে আগল দিল প্রেমের ঘরে, 
তাও ঢুকেছে সিঁধেল শোক 
সে সব না হয় নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।

কথার পরে চুপ 
ভিজে শিশির পড়া টুপ,
শুনবো বলে চোখের জলকে 
সমলিয়েছি খুব,
ঠোঁট নেড়েছি যেই
কথা লাগাম ছড়াতেই,
কে যেন ঠিক রাস টেনেছে 
মনের পাড়াতেই,
তুমি শোনো ..
আমরা কেবল কথার বাহক,
একটু কথা কম বলা হোক।




------------------------------------------------------------------------------

Kothar kotha nai bola hokh
Kawthar Kawtha nai bola hokh
Kothar ojno boddo beshi
Kothar bharei bhijche chokh
Mon sarate giye
Rooj bhoge keu ami jware
opoman jomiye agol dilo premer ghore
Taao dhukche sidhel shokh
Se sob na hoy nai bola hokh
Kothar kotha nai bola hokh


Post a Comment

أحدث أقدم